গ্রামিনফোন ফ্লেক্সিলোড করুন COCKPIT RETAIL APP দিয়ে Updated
এখন চাইলেই গ্রামিনফোন রিটেইলার বা ফ্লেক্সিলোড ব্যবসায়িরা স্মার্টফোন এর মাধ্যমে খুব সহজেই ফ্লেক্সিলোড করতে পারবে কোনো ঝামেলা ছাড়াই।
শুরু করার আগে বলে নেয়া ভালো যাদের গ্রামিনফোন এর অফিসিয়াল ফ্লেক্সিলোড সিম (ই আর এস) রয়েছে তারাই শুধু এই অ্যাপ ব্যাবহার করতে পারবেন। তাছাড়া অন্য কেউ চাইলেও Cockpit Retailer App টি ডাউনলোড করতে পারলেও ব্যবহার করতে পারবেন না।
| Grameenphone Cockpit Retail Application |
Cockpit Retailer App আগে ডাউনলোড করা অনেক সমস্যা ছিল যেমন আগে Bluestore নামের গ্রামিনফোন এর অ্যাপ ডাউনলোড করতে হতো সেখান থেকে ককপিটা রিটেইলার অ্যাপ ডাউনলোড করতে হতো। এখনো সেইভাবে করা যায় তবে তার চেয়ে আমরা খুব সহজেই গুগল প্লে স্টোর এর মাধ্যমে Cockpit Retailer app টি এখন সহজেই ডাউনলোড করতে পারবেন। সেজন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোর এ এবং লিখতে হবে "Cockpit Retail"
| Grameenphone Cockpit Retail App in Play Store |
এরপর app টি ইন্সটল করুন এবং ডি ওস ও এর কাছ থেকে আপনার পস কোড সংগ্রহ করে অ্যাপ দিয়ে ফ্লেক্সিলোড করুন আরও সহজে।
| Grameenphone Cockpit Retail |