আপনার মোবাইল কি বৈধ? জেনে নিন এখনি
কিভাবে বুঝবেন আপনি যে ফোন কিনতে বা ব্যাবহার করছেন সেটি বৈধ নাকি অবৈধ?
তাহলে চলুন শুরু করা যাক।
⚫ আপনার মোবাইল এ ডায়াল করুন *#০৬#।
⚫ স্ক্রিনে ভেসে ওঠা 15 Digit এর EMI নাম্বারটি কপি অথবা লিখে রাখুন।
⚫ মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন Kyd<space>EMI Number
Example: KYD 123456789123456
আর পাঠিয়ে দিন ১৬০০২ নাম্বারে।
⚫ ফিরতি এসএমএসে যদি আসে
"ডিভাইসটির IMEI বিটিআরসি’র ডাটাবেইজে পাওয়া গেছে"
তাহলে বুঝবেন ফোনটি বৈধ।
⚫ আর যদি
"ডিভাইসটির IMEI বিটিআরসি’র ডাটাবেইজে পাওয়া যায়নি" এই মেসেজটি আসে তাহলে বুঝবেন ফোনটি অবৈধ।
আপনাদের সুবিধার্থে সাদা কালো স্ক্রিনশট দেওয়া হলো।
এরকম আরো টিপস পেতে প্রতিদিন ব্রাউজ করুন imaster24.blogspot.com