ওয়েব ডিজাইন শিখে ফ্রিতে ইনকাম করুন(পর্ব-২)
চলে এলাম ওয়েব ডিজাইন এর প্রথম পর্যায়(ব্লগার) ও দ্বিতীয় পর্বে
আগামীকাল যে ওয়েবসাইট তৈরি করেছিলাম তা একটু দেখে নিই
প্রথমে Blogger Apps টি ওপেন করুন।
তারপর ছবিতে দেখানো অনুসারে কাজ করুন।
addres bar এ যে লেখাটি দেখাবে ঐটা হলো আপনার ব্লগ লিংক।
আর ব্রাউজার এর প্রদর্শন বার এ মা দেখতে পাচ্ছেন ঐটা হচ্ছে ব্লগের ডিজাইন।
ওয়েবসাইটে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ডিজাইন ও কন্টেন্ট।আজকে আমরা কন্টেন্ট এর কাজ করব।
কন্টেন্ট লেখা
কন্টেন্ট লেখার জন্য চলে যান Blogger Mobile Apps এ অথবা Blogger.com এ
তারপর Screenshot অনুসরন করুন।
তারপর উপরে ডানে টিক চিহ্ন তে ক্লিক করুন।
অভিনন্দন আপনি ২য় পর্ব শেষ করে ফেলেছেন।
পরের পর্বের জন্য অপেক্ষা করুন
প্রতিদিন নিত্যনতুন টিপস পেতে ব্রাউজ করুন imaster24.blogspot.com